ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

গুলশানে ফ্ল্যাট মালিক টিউলিপ: ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তারা সাক্ষ্য প্রদান

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:৫৯ পিএম গুলশানে ফ্ল্যাট মালিক টিউলিপ: ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তারা সাক্ষ্য প্রদান

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্য প্রদানের সময় আদালতে জানানো হয়, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

আজ সাক্ষ্য প্রদান করেন প্রতিষ্ঠানটির নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সাক্ষ্য দেন। এ পর্যন্ত তিন মামলায় মোট ১৫ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ৬ অক্টোবর।

সাক্ষীরা আদালতে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক।

উল্লেখ্য, এই তিনটি মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি রয়েছেন। চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ পরিচালনা করেছেন বিশেষ জজ-৪ মো. রবিউল আলম।

কালের সমাজ//র.ন

Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!