যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ কয়েকজন কূটনীতিকের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আমলে জাতিসংঘ মিশনে নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা আওয়ামী লীগের সহযোগিতায় এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
কনক সরওয়ারের অভিযোগ, জাতিসংঘ মিশনের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে কাজ করছেন। হামলার দিন প্রোটোকলের দায়িত্বে ছিলেন শোয়েব আব্দুল্লাহ, যিনি আগে ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন এবং বর্তমানে নেপালে ডেপুটি চিফ অব মিশন হিসেবে কর্মরত। বিশেষ অনুষ্ঠানের জন্য তাকে নিউইয়র্কে নিয়ে আসা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, শোয়েব আব্দুল্লাহ পরিকল্পিতভাবে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের বিভ্রান্ত করেন এবং তাঁদের হেনস্তার কৌশল সাজান। এ কাজে তাকে সহায়তা করেন প্রোটোকল অফিসার হাসান আল জামান রাফি, যার দায়িত্ব ছিল লাগেজ হ্যান্ডলিং ও গাড়ি সমন্বয় করা।
ভিডিওতে কনক সরওয়ার জানান, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর তিনি এ তথ্য নিশ্চিত হয়েছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সালাহউদ্দিন নোমান চৌধুরী, শোয়েব আব্দুল্লাহ ও হাসান আল জামান রাফি এই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :