সাতক্ষীরার কলারোয়ায় পর পর তিনটি কন্যা সন্তানের জন্ম হওয়ায় ৫ দিনের নবজাতক কন্যাকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মাতা শারমিন সুলতানাকে (২৫) আটক করেছে পুলিশ।
আটক শারমিন সুলতানা কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল ও শারমিন দম্পতির আগে থেকেই দুটি কন্যা সন্তান রয়েছে। গত ১৯ অক্টোবর তাদের ঘরে আবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকে স্বামী খলিল স্ত্রীর ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে ২০ অক্টোবর (সোমবার) রাতে বাড়ির পাশের খালে নবজাতককে ফেলে দেন মা শারমিন সুলতানা। এতে শিশুটির মৃত্যু হয়।
পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মা শারমিন সুলতানাকে আটক করে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“পর পর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন সুলতানাকে আটক করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :