ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৫ এএম আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার আহ্বান

বিশ্বব্যাপী প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছেন এবং বছরে প্রায় ৮-১০ লাখ মানুষ জীবনত্যাগ করছেন। এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় ২.৬%, যেখানে প্রতি বছর প্রায় ১৫ হাজার জন আত্মহত্যা করছেন। ১৫-৩০ বছর বয়সী তরুণদের মধ্যে এই হার বেশি। সম্প্রতি আত্মহত্যার ঘটনা বাড়ছেই।

ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনারেল মো. আজিজুল ইসলাম (অব.) বলেন, “আত্মহত্যা প্রতিরোধযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত সচেতনতা—ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে।”

অধ্যাপক আজিজুল ইসলাম আরও জানান, আত্মহত্যার মূল কারণ মনোরোগ বা মানসিক অসুস্থতা (৭০-৯০%)। এছাড়া পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা, সহিংসতা, বেকারত্ব, মাদকাসক্তি, সম্পর্ক বা বিবাহবিচ্ছেদ, সাইবার বুলিং—এগুলোও ঝুঁকি বাড়াতে পারে।

আত্মহত্যা প্রতিরোধে কিছু প্রস্তাবিত পদক্ষেপ তুলে ধরেছেন অধ্যাপক:

  • ঝুঁকিপ্রবণ ব্যক্তিকে চিহ্নিত করে যত্ন নেওয়া। যেমন একাকী থাকা, আত্মহত্যার হুমকি দেওয়া, মনোরোগে ভোগা বা নিজের ক্ষতি করা।

  • মনোরোগের চিকিৎসা নিশ্চিত করা। যেমন ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি।

  • মানসিক চাপ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা। শিশুকাল থেকে স্বাবলম্বী ও সুশৃঙ্খল মানুষ গড়ে তোলা।

  • নিজের মনের যত্ন নেওয়া ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া।

  • সমাজকে সহিংসতা, কলহ ও অস্থিরতা থেকে মুক্ত রাখতে সৃজনশীল কাজে উৎসাহিত করা।

  • রাষ্ট্রকে মানসিক স্বাস্থ্য ও সমাজ সচেতনতায় দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

  • শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া।

  • পাঠ্যক্রমে বিভিন্ন পর্যায়ে মনোরোগ সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা।

অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, “আসুন সকলে মিলে আত্মহত্যা প্রতিরোধে সচেষ্ট হই, নিজের, সন্তানের, পরিবার ও সমাজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিই এবং সুন্দর পরিবার ও সমাজ গড়ে তুলি।”

অধ্যাপক ব্রিগে. জেনারেল মো. আজিজুল ইসলাম (অব.), এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি (ইউকে), এফএসিপি (ইউএসএ), অধ্যক্ষ, ইউএস- বাংলা মেডিকেল কলেজ।


কালের সমাজ // র.ন

Side banner
Link copied!