বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে দেশের সেরা প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করার লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক কর্মসূচির শুরু হচ্ছে খুলনায়।
আগামীকাল (১৬ জুন, সোমবার) নগরীর রেজাউল সুইমিং একাডেমি ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
রোববার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের পর দক্ষিণ এশিয়ান গেমসে সাঁতার থেকে আর কোনো স্বর্ণপদক আসেনি। সেই স্বর্ণপদকের খরা কাটাতেই নতুন পরিকল্পনায় মাঠে নামছে ফেডারেশন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, সম্ভাবনাময় এবং সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম।
বাছাই প্রক্রিয়াটি তিন ধাপে পরিচালিত হবে। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত সাঁতারুদের দেওয়া হবে দুই বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ। অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে অংশ নেবে ৯ থেকে ১১ বছর বয়সী সাঁতারুরা, আর ‘খ’ গ্রুপে অংশ নেবে ১২ থেকে ১৫ বছর বয়সীরা।
এই উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। ফেডারেশন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে শুধু খুলনাই নয়, সারা দেশের সাঁতারে চলমান প্রতিভা সংকট কাটিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
কালের সমাজ//এসং.রন


আপনার মতামত লিখুন :