ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

"জুলাই গণহত্যার বিচারে জাতি আজ ঐক্যবদ্ধ" — প্রধান উপদেষ্টা

কালের সমাজ ডেস্ক | জুন ২৩, ২০২৫, ১০:০৯ এএম

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান ও গণহত্যা দেশের জনগণকে ন্যায়বিচারের দাবিতে একত্র করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচার নিয়ে জাতি এখন ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।”


রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড. ইউনূস বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে বহু সংস্কার অপূর্ণ রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে সেই অসম্পূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন করা। জুলাইয়ের অভ্যুত্থান আমাদের সামনে সেই পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে।”


তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারগুলো বিচার ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তবে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ— বিচার ব্যবস্থাকে স্বাধীন, দক্ষ ও নিরপেক্ষ রাখা হবে।”


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!