ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সংসদের উচ্চ কক্ষে পিআর ব্যবস্থা থাকবে: প্রধান উপদেষ্টা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৩, ২০২৫, ০৩:১৮ পিএম সংসদের উচ্চ কক্ষে পিআর ব্যবস্থা থাকবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নতুন কাঠামোর সংসদের উচ্চ কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “সংসদের উচ্চ কক্ষ গঠনে পিআর পদ্ধতি প্রয়োগ করা হবে, যাতে সব রাজনৈতিক ও সামাজিক শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত হয়।”

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে, যা সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
 

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!