অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নতুন কাঠামোর সংসদের উচ্চ কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “সংসদের উচ্চ কক্ষ গঠনে পিআর পদ্ধতি প্রয়োগ করা হবে, যাতে সব রাজনৈতিক ও সামাজিক শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত হয়।”
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে, যা সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :