ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১৩, ২০২৫, ০৩:৪৯ পিএম জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুমোদন দিয়েছেন ‘জুলাই সনদ’-এ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি এই গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন।

এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এখন সনদটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রপতির এই অনুমোদনকে দেশের অন্তর্বর্তী রাজনৈতিক কাঠামোর সংবিধানিক বৈধতা প্রদানের অন্যতম মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের চেতনা এবং আগামীর জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!