ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সংসদ নির্বাচনের দিন গণভোট

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৩, ২০২৫, ০৩:২২ পিএম সংসদ নির্বাচনের দিন গণভোট

সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই উদ্যোগ সংস্কারের লক্ষ্যকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। বরং নির্বাচনকে করবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী। গণভোট আয়োজনের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”

 

 

Side banner
Link copied!