ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

জেলা প্রতিনিধি, শেরপুর | নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৬ পিএম নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

শেরপুরের ঝিনাইগাতীতে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ( ৮ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের হলদিবাটার গিলাগাছা গ্রামে সমাজকর্মী মোর্শেদা পারভিনের বাড়িতে ভয়েস অব পুওর পিপল এর উদ্যোগে জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আশরাফুল ইসলাম পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল একটিভিস্ট মোঃ শাহজালাল, নারী নেত্রী মোর্শেদা পারভিন, ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না সহ মানবাধিকার সংগঠক ও দৈনিক নতুন সময়ের প্রতিনিধি জোবায়ের সোহাগ সহ সাংবাদিক বৃন্দ। সঞ্চালনা করেন আব্দুল্লাহ হোসাইন জয়।

 

অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সহিংসতার অন্যতম কারন হিসেবে বাল্যবিবাহ প্রধান কারন হিসেবে মনে করেন। অবিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হতে পরামর্শ প্রদান করেন। সেই সাথে ইভটিজিং, জুয়া, মাদকাসক্তের বিরুদ্ধে কমিউনিটি ও যুবসম্প্রদায় কে আরো সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানান।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!