ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | নভেম্বর ১৩, ২০২৫, ০৪:০০ পিএম ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৮ উইকেটে হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এতে ৩০১ রানের লিড নিয়ে এগিয়ে আছে শান্ত দল। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস সংগ্রহ।

তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতে হাসান মুরাদ আউট হলে বাংলাদেশের ইনিংসের শেষপ্রান্ত ঘনিয়ে আসে। ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের বলেই নাহিদ রানা চার মারার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন, তখনই লিড ছাড়ায় ৩০০ রান।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ম্যাথু হামফ্রেস। তিনি নিয়েছেন ৫ উইকেট—যা টেস্টে তার দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট প্রাপ্তি। ব্যারি ম্যাকার্থি তুলে নিয়েছেন ২টি উইকেট।

দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০ রান করেছিল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৬৩৮ রান, যা ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া হয়েছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ দল কয়েকটি নতুন রেকর্ডও গড়ে। প্রথমবারের মতো দলের প্রথম চার ব্যাটারই অর্ধশতক বা শতক করেন। পাশাপাশি পাঁচজন ব্যাটারের ফিফটি ছোঁয়া ইনিংসও টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাত্র পঞ্চমবার দেখা গেল।

 

 


কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!