দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এসেছিল ২০২২ সালের ২ এপ্রিল, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাড়ে তিন বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে এলো তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
দিনের প্রথম দুই সেশনে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৯৪ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান জয়। বিরতি শেষে জর্ডান নেইলের বাউন্সার থার্ড ম্যান দিয়ে চার মেরে ১৯০ বলে পূর্ণ করেন কাঙ্ক্ষিত শতক। ইনিংসটি সাজান ৯ চার ও ১ ছক্কায়।
দেশের মাটিতে এটি জয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি। ইনিংসে শুরু থেকেই তিনি দেখিয়েছেন ধৈর্য ও পরিপক্বতা; আয়ারল্যান্ডের বোলারদের ওপর রেখেছেন দারুণ নিয়ন্ত্রণ।
তার ওপেনিং সঙ্গী সাদমান ইসলামও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, তবে ১০৪ বলে ৮০ রানে আউট হয়ে ফেরেন। তাদের ১৬৮ রানের উদ্বোধনী জুটিই গড়ে দিয়েছে বড় সংগ্রহের ভিত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২০৭ রান। জয় অপরাজিত ১০০ ও মুমিনুল হক ২৩ রানে ব্যাট করছেন। আইরিশদের চেয়ে এখনো ৮০ রানে পিছিয়ে টাইগাররা।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :