ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

স্পোর্টস ডেস্ক | নভেম্বর ১০, ২০২৫, ০৪:৩৫ পিএম সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে নতুন নামে যাত্রা শুরু করা সিলেট টাইটান্স ইতোমধ্যেই তাদের চার বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে: পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী,  এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে দেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও শক্তিশালী। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম, ব্যাটিং কোচ ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, এবং ফিল্ডিং কোচ কিমস্লে রব।

গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় পাঁচ দলের মালিকানা চূড়ান্ত করা হয়। বসুন্ধরা গ্রুপ পেয়েছে রংপুর রাইডার্স, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ট্রায়াঙ্গল সার্ভিসের হাতে, রাজশাহী নাবিল গ্রুপ ও ঢাকা ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) কর্তৃক পরিচালিত হবে।

বিসিবি নির্দেশনা অনুযায়ী, প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে দুইজন দেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে হবে। সিলেট টাইটান্স এই ধারা মেনে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে ভেড়িয়েছে। অন্যান্য দলেও সরাসরি চুক্তির মাধ্যমে দেশি ক্রিকেটাররা দলে যুক্ত হয়েছেন।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!