ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১৪, ২০২৫, ০৪:১৪ পিএম ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় পরিসরের রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জেলাগুলো হলো—ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, রাঙামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।

 

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!