ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

স্বামী-স্ত্রী সেজে অভিনব কৌশলে পলাতক মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে

স্টাফ রিপোর্টার | নভেম্বর ৯, ২০২৫, ১২:৩০ পিএম স্বামী-স্ত্রী সেজে অভিনব কৌশলে পলাতক মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কৌশলে স্বামী-স্ত্রী সেজে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা-প্রশংসার ঝড়।


শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম স্বপন মিয়া (৩৪), পিতা মৃত আরজু মিয়া। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরাফত আলী। তিনি বলেন,
“স্বপন মিয়া বহুদিন ধরে পুলিশের নজর এড়িয়ে পলাতক ছিল। পুলিশের উপস্থিতির আভাস পেলেই সে পালিয়ে যেত। তাই আমরা একটি ভিন্নধর্মী কৌশল গ্রহণ করি।”

ওসি আমিনুল ইসলামের নির্দেশে এএসআই শরাফত আলী বোরখা পরে স্ত্রী সেজে, আর সঙ্গে থাকা সহকর্মী মো. রোকন উদ্দিনকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন।
ঘরে ঢুকেই দেখা যায়, আসামি ঘরের বিছানায় শুয়ে আছে। কোনো সুযোগ না দিয়েই পুলিশ তাকে মুহূর্তের মধ্যেই গ্রেফতার করে ফেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,

“আমি ঘটনাটি জানি এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রশংসা জানাই। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাদের আইনের আওতায় আনবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত স্বপন মিয়াকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা পুলিশের এই বুদ্ধিদীপ্ত উদ্যোগে মুগ্ধ।
কুঞ্জবন এলাকার বাসিন্দারা জানান,

“এ ধরনের অভিনব কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা সাধারণ মানুষের মনে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে।”

 

কালের সমাজ/ সা./ সাএ
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!