ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ফরিদগঞ্জে পুকুর খননে উদ্ধার হলো থ্রি-নট-থ্রি রাইফেলের অংশ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর এপ্রিল ২০, ২০২৫, ০২:১৩ পিএম ফরিদগঞ্জে পুকুর খননে উদ্ধার হলো থ্রি-নট-থ্রি রাইফেলের অংশ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরবড়ালী গ্রামে পুকুর খননের সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বাট ও বডি বিহীন লোহার অংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) দুপুরে শচীন্দ্র চন্দ্র দেবনাথ নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ির পুকুর খনন চলাকালীন কোদালের আঘাতে লোহার বস্তুটি দৃশ্যমান হয়। স্থানীয়রা সন্দেহ হলে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে এসআই মো. রকিব উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাইফেলের অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শচীন্দ্র চন্দ্র দেবনাথ জানান, “পুকুরের মাটি কাটার সময় কোদালের আঘাতে লোহার কিছু একটা বের হয়। পরে খুঁড়ে দেখি এটা একটা বন্দুকের মতো দেখতে। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ফেলে গিয়েছিল।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের একটি লোহার অংশ উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।”

 


কালের সমাজ// চা .প্র//এ.জে

Side banner