ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
ডাইনামিককে হারিয়ে

দ্বিতীয় রাউন্ডের পথে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

সৈয়দ মিয়া, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম) এপ্রিল ২৭, ২০২৫, ০১:২৯ পিএম দ্বিতীয় রাউন্ডের পথে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

চট্টগ্রামে দীর্ঘ ২০ বছর পর বাফুফের লাইসেন্সপ্রাপ্ত একাডেমি দক্ষিণ হালিশহর ফুটবল টিম গতকাল (২৬ এপ্রিল) অসাধারণ এক জয় তুলে নিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাফুফের নিবন্ধন লাভ করা ছিল দুঃসাধ্য ও ব্যয়বহুল একটি কাজ।

দুই দিনের রাজশাহী সফর শেষে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন মাঠে উপস্থিত হয়ে দলকে উৎসাহ দেন। খেলার পূর্বে দলনেতা সাফায়েতুল হককে কৌশল বুঝিয়ে দেন সহকারী কোচ মোঃ মামুন। প্রশিক্ষক পাপেলও খেলোয়াড়দের বলের নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ নির্দেশনা দেন।

পরে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে জেলা দলের অভিজ্ঞ কোচ প্রিন্সের ডাইনামিক একাডেমির বিপক্ষে মাঠে নামে দক্ষিণ হালিশহর। অসাধারণ সাহস, মনোবল এবং ধৈর্যের পরিচয় দিয়ে মিডফিল্ডার সাজ্জাদ আলী সাফায়েতের কর্নার কিক থেকে ওয়ান শটে গোল করে দলকে এগিয়ে দেন।

গোলরক্ষক হাসান দুর্দান্ত পারফর্ম করে একের পর এক প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। তাকে পুরস্কার তুলে দেন সিডিএফএ’র এক কর্মকর্তা।

এ জয়ে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি সিডিএফএ-মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবলে দুই ম্যাচে এক জয় ও এক ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

পরবর্তী ম্যাচে আগামী ৩০ এপ্রিল বিকেলে একরাম ফুটবল একাডেমির মুখোমুখি হবে তারা। আরেকটি জয় তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সহায়ক হবে।\

 

কালের সমাজ//চ.প্র//এ.জে

Side banner