জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সোনারগাঁ-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ‘পুনর্মিলনী ও নবীন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সোনারগাঁ পৌর এলাকার রয়েল রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সকাল ১০টায় সংগঠনের সভাপতি মহসিন সরকারের সভাপতিত্বে এবং গাজী মাহমুদুল হাসান ও এডিএম বাকির জুয়েলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কেক কাটা, র্যাফেল ড্র, মতবিনিময়সহ নানা আয়োজনে মুখর ছিল অনুষ্ঠানস্থল। প্রাক্তন ও বর্তমান মিলে প্রায় ১২০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন।
নবাগত এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “এত সুন্দর আয়োজনের মাধ্যমে সিনিয়রদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
অংশ হতে পেরে গর্ববোধ করছি।”
প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা নিয়ে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে তরুণদেরই। তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।”
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :