ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে ১০২ জন মেধাবী শিক্ষার্থী পেলো ইকো’র শিক্ষা বৃত্তি

কালের সমাজ | দিনাজপুর পতিনিধি মে ১২, ২০২৫, ০২:৪৮ পিএম দিনাজপুরে ১০২ জন মেধাবী শিক্ষার্থী পেলো ইকো’র শিক্ষা বৃত্তি

দিনাজপুরে ১২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকো’র আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

গতকাল সোমবার (১২ মে) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: বোরহান উদ্দীন শিক্ষার্থীদের মাঝে এই সহায়তার চেক প্রদান করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের এই আর্থিক অনুদানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনেক উপকরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, তোমরা আজ যারা এই বৃত্তি পেলে। জীবনের পরবর্তী সময়ে, অন্যদের সাহায্য করে তাদের এই ঋণ পরিশোধ করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ হামিদুর রহমান সোহেল,সদর  উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল । অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আমন।

 

কালের সমাজ/ দি.প./ সাএ

 

 

Side banner