ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক মে ১২, ২০২৫, ০১:০১ পিএম টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি

গত সপ্তাহে রোহিত শর্মা সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে গুঞ্জন চলছিল বিরাট কোহলিকেও নিয়ে। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি এবার সেই গুঞ্জন সত্য করলেন। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন তিনি নিজেই।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে অনুরোধ করলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কোহলি। অবশেষে আজ (৯ মে) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে কোহলি লেখেন—

"এই জার্নিটা ছিল স্বপ্নের মতো। ভারতের টেস্ট দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। ১৪ বছরেরও বেশি সময় টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছি—প্রতিটি মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকবে।সময় এসেছে সাদা পোশাকের এই অধ্যায় শেষ করার।ধন্যবাদ বিসিসিআই, সতীর্থ, কোচ, পরিবার, এবং অবশ্যই সমর্থকদের—যারা আমার পাশে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।আমি সবসময় টেস্ট ক্রিকেটকে বিশ্বাস করেছি, ভালবেসেছি, এবং এটা আমার আত্মার অংশ হয়ে থাকবে চিরকাল।"

টেস্ট ক্রিকেটে ২০১১ সালে অভিষেক হয় বিরাট কোহলির। এরপর দীর্ঘ ১৪ বছরে খেলেছেন ১১৩টি টেস্ট, রান করেছেন ৮ হাজার ৮৪৮, শতক ২৯টি। অধিনায়ক হিসেবে গড়েছেন একাধিক রেকর্ড, দলকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

রোহিত শর্মার পর কোহলির টেস্ট বিদায়—এ যেন এক যুগের অবসান।

 

কালের  সমাজ//এ.স//এ.জে

Side banner