ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

প্রবাসী আয়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৫, ০১:২৭ পিএম প্রবাসী আয়ে নতুন রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে সব রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সবশেষ ৭ মে পর্যন্ত দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ২০২৪ থেকে ৭ মে ২০২৫ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৮ শতাংশ বেড়েছে। শুধু চলতি মে মাসের প্রথম সাত দিনেই এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাসভিত্তিক হিসাবে মার্চে এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে এপ্রিল মাসে—২৭৫ কোটি ১৯ লাখ ডলার।

এপ্রিলে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে—৪৯ কোটি ১৪ লাখ ডলার। এরপর রয়েছে:

  • সংযুক্ত আরব আমিরাত: ৩৭ কোটি ২১ লাখ ডলার

  • যুক্তরাষ্ট্র: ৩৩ কোটি ৭ লাখ ডলার

  • যুক্তরাজ্য: ২৯ কোটি ৪১ লাখ ডলার

  • মালয়েশিয়া: ২১ কোটি ৯ লাখ ডলার

  • কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকেও উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে।

এ ছাড়া কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, মালদ্বীপ, জাপান, লেবানন, মরিশাস, স্পেন, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ডসহ নানা দেশ থেকেও উল্লেখযোগ্য রেমিট্যান্স পাঠানো হয়েছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ থেকে ২৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহ অর্থনীতির জন্য বড় আশাবাদের বার্তা বহন করছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

 

কালের  সমাজ//এ.স//এ.জে

Side banner