দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। দুই দফা কমানোর পর এবার মূল্য বৃদ্ধি করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৬ মে) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণের মূল্য:
২২ ক্যারেট: ১,৭১,২৮৬ টাকা
২১ ক্যারেট: ১,৬৩,৪৯৪ টাকা
১৮ ক্যারেট: ১,৪০,১৪৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,৯০৫ টাকা
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির ফলে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসেই দুই দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, মূল্যবৃদ্ধির এই প্রবণতা সাধারণ ভোক্তাদের ওপর চাপ তৈরি করবে। বিশেষ করে আসন্ন বিয়ের মৌসুমে খুচরা ক্রেতাদের চাহিদায় প্রভাব পড়তে পারে।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :