ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দুইশত একুশ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করল নৌ পুলিশ

কালের সমাজ মে ৫, ২০২৫, ০৩:৩৪ পিএম দুইশত একুশ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করল নৌ পুলিশ

রবিবার (৪ মে) নৌ পুলিশের সিলেট অঞ্চলাধীন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স স্থানীয় নদীতে অভিযান পরিচালনা করে ২২১ (দুইশত একুশ) বোতল ভারতীয় তৈরি মদ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কোম্পানীগঞ্জ থানাধীন ৩নং তেলীখাল ইউপির অন্তর্গত বিলাজোড় গ্রামস্থ কাটাখাল নদীর শাখা বৈরাগীর খাল এর মুখে জনৈক গনেশ বিশ্বাস এর বাড়ির পশ্চিম পার্শ্বে নদীর পাড় হতে ৫টি কার্টুনে প্লাস্টিকের তৈরি ২২১(দুইশত একুশ) বোতল ভারতীয় তৈরি ঙভভরপবৎ ঈযড়রপব ১৮০ গখ মদ এবং মদ পরিবহনকারী একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা উদ্ধার করে।


উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৬,৩০০ (ছিষট্টি হাজার তিনশত) টাকা এবং নৌকার মূল্য ৮০,০০০ (আশি হাজার) টাকা। ছাতক নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স উল্লিখিত স্থানে অভিযান পরিচালনাকালে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।


এই ব্যাপারে পলাতক তিনজন আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর