ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
কাশ্মির ইস্যুতে উত্তেজনার জেরে

মালয়েশিয়া সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক মে ৫, ২০২৫, ০৫:৪১ পিএম মালয়েশিয়া সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলাকে ঘিরে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।


সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘কাশ্মিরে হামলার ঘটনায় পাকিস্তান যে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছে, সে বিষয়ে আমি শেহবাজ শরিফের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছি। মালয়েশিয়া আশা করছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’’


পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, উভয় দেশের প্রশাসনের মধ্যে রোববার রাতে আলোচনা হয়েছে এবং শেহবাজ শরিফ চলতি বছরের শেষ দিকে সফরের নতুন তারিখ ঠিক করতে আগ্রহ প্রকাশ করেছেন।


এদিকে, উত্তেজনার মধ্যেই সোমবার ইসলামাবাদে সরকারি সফরে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। কাশ্মির পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিক নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে দাবি করে এবং জবাবে একের পর এক কড়া পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে:

 

  • পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি’ বাতিল

  • পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও দেশত্যাগের নির্দেশ

  • পাকিস্তানি পণ্যের আমদানি নিষিদ্ধ

  • পাকিস্তানি জাহাজের ভারতীয় জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা

  •  

পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতের সঙ্গে ‘সিমলা চুক্তি’ বাতিল করে এবং নিজেদের মিত্র দেশগুলোকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।


কাশ্মির ইস্যুতে পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন মুখোমুখি অবস্থানে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner