ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বিচারপতি মাহমুদুল হকের হাতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি মে ৫, ২০২৫, ০৫:৩৬ পিএম সাতক্ষীরায় বিচারপতি মাহমুদুল হকের হাতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

সাতক্ষীরা জেলা আদালত প্রাঙ্গণে সেবাপ্রার্থী জনগণের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।


সোমবার (৫ মে) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মাহমুদুল হক বলেন, বর্তমানে সাতক্ষীরায় প্রায় পৌনে এক লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। প্রতিদিনই এসব মামলার শুনানির জন্য দূর-দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের বসা, বিশ্রাম, পানাহার ও শৌচাগার ব্যবহারের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।


তিনি বলেন, "ন্যায়কুঞ্জ শুধুমাত্র একটি অবকাঠামো নয়, এটি বিচারপ্রার্থী মানুষের সম্মান ও সুবিধা নিশ্চিত করার একটি প্রয়াস। দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরায়ও এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।"


বিচারপতি মাহমুদুল হক আরও জানান, জোটকৃত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্ট থেকে ইতোমধ্যে ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, “এই জট কোনো একদিনে তৈরি হয়নি। শত বছরের মামলা জমে এই অবস্থা তৈরি হয়েছে। আগে একটি জেলায় এক বা দুইজন বিচারক থাকতেন, এখন সেই সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে মামলার চেয়ে নিষ্পত্তির সংখ্যা বেড়ে গেছে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, জেলা সরকারি কৌশলী অ্যাডভোকেট অসিম কুমার মন্ডল এবং জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তারসহ জেলার বিজ্ঞ বিচারক ও আইনজীবীগণ।


উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং নবনির্মিত ন্যায়কুঞ্জ ঘুরে দেখেন।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর