ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

কালের সমাজ | খান আশিকুজ্জামান, মোংলা বাগেরহাট প্রতিনিধি মে ৫, ২০২৫, ০৯:১৯ পিএম হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।


সোমবার (৫ই মে) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।


বিক্ষোভ সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা।


এসময়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মো: আব্দুল্লাহ,
মাজেদ মৃধা, আব্দুল্লাহ মেরিন, মো: সোহেল, সফরুল, আলম টিটু, মো: সবুজ, মো: ওমর, মো: ইকরাম, মো: রিপনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর