ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ০৭:৫৫ পিএম বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবন সিরাজ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।


সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র ১১ মিনিটের মধ্যে—৬টা ৫৮ মিনিটে—প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, “সিরাজ টাওয়ারের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে সম্ভাব্য আটকা পড়াদের উদ্ধারে অভিযানও চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner