নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হেদায়েত পাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
রবিবার (১১ মে) বিকেল আনুমানিক (৪:৫০) উপজেলার হেদায়েত পাড়ার মোঃ সামসুল হক মিয়ার ভাড়াটিয়া মোঃ আরিফ (৪৪) কে ইয়াবা সহ আটক করে। মোঃ আরিফ বিল্লাহ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা মগাদিয়া এলাকার মৃত সৈয়দ আহম্মদ বিল্লার ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ সোহেল মিয়া ও এসআই(নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১১/০৫/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক (৪.৩০) ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন হেদায়েতপাড়া সাকিনস্থ জনৈক শামসুল হক এর ভাড়াটিয়া আরিফ বিল্লাহ(৪৪) এর বসত ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স বিকাল আনুমানিক (৫.১০) ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারি ১। আরিফ বিল্লাহ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে।মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) তার ভাড়াকৃত একতলা বিল্ডিং বসতঘরের সানসেট হতে নিজ হাতে বাহির করে ২৫৯০ (দুই হাজার পাচঁশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট অবৈধ বাজার মূল্য ৯,০৬,৫০০/- (নয় লক্ষ ছয় হাজার পাচঁশত) টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, বন্দর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালের সমাজ/ না.প./সাএ
আপনার মতামত লিখুন :