ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

প্রেস ক্লাব মান্দা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৯, ২০২৫, ০৭:২৫ পিএম প্রেস ক্লাব মান্দা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রেসক্লাব মান্দা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক সংবাদ, বাংলার চোখ ও সকলের খবর এর মান্দা প্রতিনিধি খন্দকার আব্দুর রহিমকে সভাপতি ও NTV online, মানবকন্ঠ ও The Daily Observer এর মান্দা প্রতিনিধি সুলতান আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। দু‍‍`বছর মেয়াদী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক (দৈনিক বর্তমান সংবাদ ও আমার সকাল), মোঃ রওশন আলম(দৈনিক জনবাণী, আমার সংবাদ ও স্বদেশ বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন (দৈনিক কালের সমাজ, বাংলার চোখ ,সকালের শিরোনাম ও Morning Post), সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রাজু (দৈনিক সময়ের কাগজ ও‌ STV World), অর্থ সম্পাদক সোহেল রানা-১ (দৈনিক সকালের শিরোনাম), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ছোটন (দৈনিক আজকের বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ( enews, দেশের খবর প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-সাহেব আলী (আনন্দ টিভি ও আমার সংবাদ), এ বি এম হাবিবুর রহমান (দৈনিক সরেজমিন, The daily Citizen time) ও শাহাজাহান আলী (দৈনিক বর্তমান) এবং সদস্য হলেন- আল আমিন হোসেন (দৈনিক বাংলার সময়), সোহেল রানা-২ (দৈনিক স্বাধীন সূর্যোদয় ও খুলনা এডিশন), রকিবুল ইসলাম (দৈনিক আজকের খবর) ও আলামিন ইসলাম (অভিযান নিউজ টিভি, JBangla)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেশ টিভি ও সমকাল এর জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!