ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, শঙ্কার কিছু নেই: প্রেস সচিব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:২৫ পিএম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে,  শঙ্কার কিছু নেই: প্রেস সচিব

পৃথিবীর বিভিন্ন দেশে সরকার গণভোটের পক্ষে অবস্থান নেয় ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম গত নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

(১২ জানুয়ারী)শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দারাজ শাহপীর কেল্লাশাহ (রাঃ)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মো. শফিকুল আলম জানান, নির্বাচন আয়োজনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি এবং পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এখন শুধু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত। কারণ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত গণভোটে সরকার হ্যাঁ কিংবা না—যেকোনো একটি পক্ষ নিয়ে থাকে। বর্তমান সরকার যেহেতু সংস্কারের পক্ষে, তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। মূলত গণভোট হচ্ছে সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ, যাতে দেশে অপশাসন কিংবা স্বৈরাচার পুনরায় ফিরে না আসে।
তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি।

তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবে যে তারা কোনো পক্ষপাতিত্ব করছে না।
পরে তিনি মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!