ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কানাইপুরে বিএনপিতে যোগ দিলেন সাবেক আ.লীগ নেতা সাইফুল আলম কামাল, সঙ্গে শতাধিক ব্যবসায়ী ও নেতাকর্মী

জেলা প্রতিনিধি, ফরিদপুর | জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৪৯ পিএম কানাইপুরে বিএনপিতে যোগ দিলেন সাবেক আ.লীগ নেতা সাইফুল আলম কামাল, সঙ্গে শতাধিক ব্যবসায়ী ও নেতাকর্মী

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম কামাল বিএনপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে শতাধিক ব্যবসায়ী ও নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। গত শুক্রবার সন্ধ্যায় কানাইপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফরিদপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের হাতে ধানের শীষের ক্রেস্ট গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

কানাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়ান ইউসুফসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মোতালেব শেখ এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর মো, ইউসুফ আলী মোল্লা। সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আপনারা নির্ভয়ে ব্যবসা করবেন।

কাউকে এক টাকাও চাঁদা দেবেন না। যদি কেউ আমার নাম ব্যবহার করে চাঁদা দাবি করে, সরাসরি আমাকে জানাবেন।তিনি আরও বলেন, আমরা কখনো কাউকে রাজনৈতিক কারণে হয়রানি করিনি, ভবিষ্যতেও করবো না। অন্যায় হয়রানি বিএনপির রাজনীতির অংশ নয়
সাইফুল আলম কামালের বিএনপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

এ সময় সাইফুল আলম কামাল বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বিগত দিনের চৌধুরী কামাল ইউসুফের সঙ্গে তার অনুসারী হিসাবে ৩২ বছর রাজনীতি করেছি, মাঝে কৌশলগত কারণে আমাকে অন্য দল করতে হয়েছে। আবার আমার সুযোগ হয়েছে আমি চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে বিএনপিতে যোগদান করলাম।

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!