ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৩০ পিএম পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সভা সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।

কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যরা তাদের বিভিন্ন সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সুবিধা, মানসম্মত খাবার সরবরাহসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান। তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের জন্য সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!