ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৫, ২০২৫, ০৪:০৮ পিএম নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং গণমাধ্যমকে সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামিনে থাকা কোনো নেতাকর্মী নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দমন করবে।

মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!