ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

তিন দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩৫০ মিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক | নভেম্বর ৫, ২০২৫, ০১:১২ পিএম তিন দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩৫০ মিলিয়ন ডলার

নভেম্বরের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।মঙ্গলবার (৪ নভেম্বর)  সর্বশেষ হালনাগাদ তথ্যে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের (২০২৫–২৬) ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

এছাড়া, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!