ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ | অক্টোবর ২৯, ২০২৫, ০৭:০৩ পিএম নওগাঁর নিয়ামতপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং পাঁড়ইল ইউনিয়নের উদ্যোগে নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান হাই স্কুল মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমির ফিরোজ আল মুজাহিদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, উপজেলা আমির মাওলানা আফজাল হোসেন, উপজেলা নায়েবে আমির ইব্রাহিম হোসেন, উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মোসলেম উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মাস্টার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দিতে আগ্রহী। গত ৫৪ বছরে অন্য কোনো মতবাদ মানুষকে শান্তি বা উন্নয়ন দিতে পারেনি। আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট ছিনতাই রোধে প্রস্তুত থাকতে হবে বলেও তারা আহ্বান জানান।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!