আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
গতকাল সোমবার (৩ নবেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আজারুল ইসলাম মান্নানকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করে। শুরু হয় একে অপরের সাথে আলিঙ্গন । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন করবো। তিনি আরও জানান, দলের স্বার্থে জাতির স্বার্থে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। আমি সকলকে আহবান করব সকলে যেন ধানের শীষের নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আজারুল ইসলাম মান্নান ভাই কে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে আমরা সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ বাসি এ আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন আমাদের মাঝে কোন গ্রুপিং নাই, আমরা সকলে কাঁধে কাঁধ রেখে আগামী নির্বাচনে মান্নান ভাইকে জয় যুক্ত করব।
কালের সমাজ/ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :