ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নভেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২, ২০২৫, ০৮:৩৬ পিএম নভেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন খুচরা মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন মূল্য ঘোষণা করেন। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

জালাল আহমেদ জানান, পূর্ববর্তী মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,২৪১ টাকা। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য হ্রাস পাওয়ায় নভেম্বরের জন্য নতুন সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী নভেম্বর মাসে অটোগ্যাসের খুচরা মূল্য ভ্যাটসহ প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা, যা পূর্বের চেয়ে ১ টাকা ১৯ পয়সা কম।

এর আগে অক্টোবর মাসে বিইআরসি প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করেছিল।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!