ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

জেলা প্রতিনিধি, ফরিদপুর | অক্টোবর ২৮, ২০২৫, ০৬:০২ পিএম ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।


ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার, সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর পাট গবেষনা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান, প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার,
এছাড়াও অন্যান্যদের মধ্যে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা
হয়। এছাড়াও পাট চাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 
দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয় ।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!