আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ বিশ্ব ইজতেমা নির্বাচনের পর আয়োজন করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হবে। জাতীয় নির্বাচন শেষে শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনের পরিবেশ তৈরি হবে বলে আশা করছি।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সরকারি সূত্র জানায়, বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষই ইজতেমা আয়োজন নিয়ে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন এবং শান্তিপূর্ণ আয়োজনের বিষয়ে একমত হন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :