ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূলে জেলা ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

জেলা প্রতিনিধি, পিরোজপুর | নভেম্বর ২, ২০২৫, ০৭:৩৯ পিএম পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূলে জেলা ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

কিশোর গ্যাং নির্মূল ও কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। 

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্কুল চলাকালীন সময়ে বাইরে আড্ডায় থাকা শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে দেন এবং কিশোর গ্যাংয়ে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এসময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।

সালাউদ্দিন তালুকদার কুমার বলেন,
“কিশোর গ্যাং এখন দেশের জন্য বড় একটি সামাজিক সমস্যা। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের যদি সঠিক পথে না রাখা যায়, তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই এই অভিযান চালাচ্ছি, যা চলমান থাকবে। কেউ যদি এসএসসি পাসের আগেই শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে উৎসাহ দেয়, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।”

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জেলা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,
“কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা পুলিশের পক্ষ থেকেও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছি এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

এদিকে, জেলা ছাত্রদলের এমন সামাজিক উদ্যোগে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সমাজের তরুণদের সঠিক পথে রাখতে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ কিশোর সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করবে।

 

কালের সমাজ/ সাএ

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!