ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৯ অক্টোবর, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার সামাজিক কনভেনশন হলে একটি বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচিটি বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ক্যাম্পে আশুলিয়া এলাকার বাইপাইল, ভাদাইল, নরসিংহপুর, জিরাবো, ইয়ারপুর, বাগবাড়ি, তৈয়বপুর, ইউসুফ মার্কেট ও কাশিমপুর এলাকার দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে।
চিকিৎসা সেবায় থাকবেন মেডিসিন, শিশু, চক্ষু, চর্ম ও যৌন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসকগণ। প্রতি ঘণ্টায় ৭০জন করে সর্বোচ্চ ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
যাদের চিকিৎসা সেবার প্রয়োজন, তাদেরকে জামগড়া আর্মি ক্যাম্পের মোবাইল নম্বর ০১৭৬৯-০৯৫৩৪৯-এ ফোন করে বা এসএমএসের মাধ্যমে (রোগীর নাম, বয়স, পেশা, মাসিক আয় ও রোগের সংক্ষিপ্ত বিবরণ) পাঠিয়ে ২৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
চিকিৎসা সেবায় অংশ নিতে আগ্রহী এলাকাবাসীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামগড়া আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
যোগাযোগ: জামগড়া আর্মি ক্যাম্প
মোবাইল: ০১৭৬৯-০৯৫৩৪৯
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :