ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

গৌরীপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কলতাপাড়ায় জন সমাবেশ অনুষ্ঠিত

গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ | অক্টোবর ২৫, ২০২৫, ০৬:৫৪ পিএম গৌরীপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কলতাপাড়ায় জন সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বিএনপি’র উদ্যোগে এক বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং নবগঠিত উপজেলা কমিটির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবির হিরা।

বক্তারা বলেন, “দলকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
তারা আরও উল্লেখ করেন, হাফেজ মো. আজিজুল হককে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ও ভবিষ্যৎ নেতৃত্বের কান্ডারী হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল কলতাপাড়া বিশ্বরোড প্রদক্ষিণ করে সোয়াদ ফিলিং স্টেশনের সামনে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

 

কালের সমাজ/  সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!