সারা দেশে সকল দলের মধ্যেই চলছে নির্বাচনী প্রচার প্রচারণা এবং নির্বাচনের ব্যাপক আমেজ। এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর আংশিক ও কামারখন্দ) আসনে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সোবহান চৌধুরী। তিনি বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে তার সক্রিয় ভূমিকা শুরু। সেই সময় থেকে বর্তমান পর্যন্ত তিনি একজন আদর্শবান, সাহসী ও সংগঠক নেতার পরিচয় বহন করে আসছেন। ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে আজ তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন গ্রহণযোগ্য জননেতা হিসেবে।
মো ইঞ্জিনিয়ার সোবহান চৌধুরীর রাজনৈতিক আদর্শ গঠিত হয়েছে ভিপি নুরুল হক নুরের চিন্তাধারার অনুপ্রেরণায়। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, এটি জনগণের সমস্যা, সংকট ও সম্ভাবনার বাস্তব সমাধানের পথ খোঁজার নাম।
তিনি মনে করেন তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো মাদকমুক্ত সমাজ গঠন। তিনি নিজেও মাদকবিরোধী নীতিকে জীবন দর্শন হিসেবে ধারণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবেন।
মো ইঞ্জিনিয়ার সোবহান চৌধুরীর নির্বাচনী অঙ্গীকারে রয়েছে স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা। বিশেষ করে সিরাজগঞ্জ-২ অঞ্চলের জন্য তিনি শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশে একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :