সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা অর্জন করেছেন সাতক্ষীরার তিন সাংবাদিক। সম্মাননা প্রাপ্তরা হলেন—খুলনা গেজেটের সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির এবং সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু।
এছাড়া সুন্দরবন বিষয়ক প্রতিবেদনের জন্য এখন টেলিভিশন ও জাগো নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সাংবাদিক এম এ হালিম, অনাথ মণ্ডল ও সুলতান শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে ‘জার্নালিজম ফর সুন্দরবন’-এর উদ্যোগে আয়োজিত “সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নতিতে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিজম ফর সুন্দরবনের সাতক্ষীরা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, যিনি সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“আমাদের বেঁচে থাকার স্বার্থে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনের পরিবেশ রক্ষা করতে না পারলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। পলিথিনসহ নানা ক্ষতিকর বস্তু সুন্দরবনের নদীতে ফেলার কারণে প্রাণীর অভয়ারণ্য বিপন্ন হচ্ছে—এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের মনিটরিং অফিসার দীপ সাহা, এবং জার্নালিজম ফর সুন্দরবনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, মনিরুল ইসলাম মনি, সচ্চিদানন্দ দে সদয়, এস কে হাসান, খন্দকার আনিসুর রহমান, মাজহারুল ইসলাম, নাজমুল আলম মুন্নাসহ জার্নালিজম ফর সুন্দরবনের অন্যান্য সদস্যবৃন্দ।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :