ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি’—পিরোজপুরে নিরাপদ সড়ক দিবসে একাত্ম জনসচেতনতা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | অক্টোবর ২২, ২০২৫, ০৪:৫৪ পিএম মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি’—পিরোজপুরে নিরাপদ সড়ক দিবসে একাত্ম জনসচেতনতা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন,
পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম এবং সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা মোকাবিলায় ট্রাফিক আইন মানা, জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগই পারে স্থায়ী পরিবর্তন আনতে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।
এছাড়া আগামী এক মাসব্যাপী জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়কবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। 

 

কালের সমাজ/ সা এ

 

Side banner
Link copied!