গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী ও সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ছোটখাটো মতপার্থক্য দূরে রেখে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।”
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণার পর আশা করছি প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আরও সুদৃঢ় হবে।
এসময় তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার আমলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং অনেককে হত্যা ও গুমের শিকার হতে হয়েছে।
ফখরুল আরও বলেন, “বাকশালের সময় থেকে গণমাধ্যমের ওপর দমননীতি চালু হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক সংস্কারের ভিত্তি স্থাপন করেন।”
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :