জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশন অপারগতা জানিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, “কমিশন জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে, যা আমরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি। তবে আদেশের খসড়ার বিষয়বস্তু এখনো উপস্থাপন করা হয়নি, যা আমাদের পুরোপুরি আশাবাদী হতে দেয়নি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে, তা আমাদের সঙ্গে শেয়ার করবে। এরপরই আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে অগ্রসর হতে পারব। আমাদের লক্ষ্য হলো সনদটিকে একটি পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করা।”
এনসিপির সদস্য সচিব বলেন, “আমরা চাই না জুলাই সনদ বাস্তবায়নের আদেশও আগের ঘোষণাপত্রের মতো কোনো একপাক্ষিক বা দলীয় রূপ নিক। এটি যেন প্রকৃত অর্থে জাতির ঐকমত্যের প্রতিফলন হয়, সে বিষয়ে কমিশনকে আমরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। এনসিপি সবসময় এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং সংস্কারের আলোচনাকে মূলধারায় রাখার চেষ্টা করছে।”
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :