ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৮ পিএম প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই-৯)’ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। তবে শেষ মুহূর্তে তার সফর বাতিল করা হয়েছে।

 

আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

 

প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সূচির কারণেই সফরটি বাতিল করা হয়েছে।

 

উল্লেখ্য, এই সম্মেলনে অংশ নিতে ২০১৭ সালের পর এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Side banner
Link copied!