জামায়াতের কেন্দ্রীয় সহকারি জেনারেল সেক্রেটারি ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোটের কোন বিকল্প নেই। গণভোটের মাধ্যমে জাতীয় সনদ আইনি ভিত্তি পাবে এবং তা দেশের সংস্কার ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২১ অক্টোবর বাদ মাগরিব নগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আয়োজনে দলীয় কার্যালয়ে সদস্য ( রুকন) সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি সুসংগঠিত, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সংগঠন। আমাদের সংগঠনে প্রতি তিন বছর পর পর আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি শুধু নেতৃত্বের পরিবর্তন নয় বরং দায়িত্ব ও আমানতের নবায়ন।
আগামী ২০২৬ - ২০২৮ কার্যকালের জন্য নতুন আমিরে জামায়াত নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এজন্য আমি সকলের দোয়া কামনা করছি। রংপুর মহানগর আমির মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, সহকারি সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :