ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৩ পিএম আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

শফিকুল আলম বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো ধরনের চাপ নেই।”

 

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।

 

আরপিওতে (Representation of the People Order) ‘না ভোট’ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত প্রসঙ্গে প্রেস সচিব জানান, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তাহলে ভোটাররা চাইলে তার বিপক্ষে ‘না ভোট’ দিতে পারবেন। এতে জনগণের মতামত প্রতিফলিত হবে।

Side banner
Link copied!